উদ্ধার হওয়া শ্রী মুন্টু চন্দ্র (৫৪) নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার কুড়াইল গ্রামের শ্রী নিরেন চন্দ্রের ছেলে।
র্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন:অস্ত্রসহ জয়পুরহাটে চরমপন্থী ‘কাদামাটি’ গ্রুপের ২ সদস্য আটক
বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রী মুন্টু চন্দ্র নিজ এলাকা থেকে নিখোঁজ হলে তার পরিবার অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে ২০২০ সালের ৭ জুন নওগাঁ জেলার মাহাদেবপুর থানায় একটি জিডি করে। গত ১৮ মার্চ রাত ১১টার দিকে সিরাজগঞ্জের সলঙ্গা হাইস্কুল মাঠে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে খোলা আকাশের নিচে পড়ে থাকতে দেখে র্যাব-১২ এর টহলরত দল। জিজ্ঞাসাবাদে নাম ঠিকানা কিছুই বলতে না পারায় তাকে র্যাব-১২ এর হেফাজতে রাখা হয়।
আরও পড়ুন : সাভারে র্যাবের অভিযানে জাল সার্টিফিকেট তৈরি চক্রের সদস্য আটক
পরে মোবাইলে তার ছবি তুলে ফেসবুকে আপলোড করে যোগাযোগের জন্য মোবাইল নম্বর দেয়া হয়। এটি ফেসবুকে ভাইরাল হলে স্বজনরা তার ছবি দেখে তাকে চিনতে পেরে মোবাইল নম্বরে যোগাযোগ করে। স্বজনদেরকে প্রয়োজনীয় কাগজসহ (জন্ম সনদ, জিডি কপি) র্যাব-১২ তে আসার জন্য বলা হয়। স্বজনদের প্রমাণাদির সত্যতা পাওয়ায় ওই ব্যক্তিকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: রোহিঙ্গা শিবিরে মাদকবিরোধী অভিযানে ২ র্যাব সদস্য গুলিবিদ্ধ
বোমা নিস্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণ, উড়ে গেল র্যাব সদস্যের হাত